রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করেছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ২১৮ গ্রাম ৫১০ পুরিয়া হেরোইন, ১ কেজি ২৮৮ গ্রাম ২৫ পুরিয়া ও ২০ বোতল ফেন্সিডিল গাঁজা উদ্ধার করা হয়।
১৮ ফেব্রুয়ারি, ২০২০ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ