মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। এবার মাদরাসা বোর্ডে পাসের হার ৮৩.০৩ শতাংশ। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭০.৮৯ শতাংশ। বেড়েছে ১২.১৪ শতাংশ।
অন্যদিকে মাদরাসা বোর্ড থেকে এবার ছয় হাজার ২৮৭ জন জিপিএ-৫ পেয়েছে। যা গতবার ছিল তিন হাজার ৩৭১ জন।
এ বছর মাদরাসা বোর্ড থেকে তিন লাখ ছয় হাজার ৭৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে দুই লাখ ৫৪ হাজার ৭১০ জন উত্তীর্ণ হয়েছে। যা গত বছরের তুলনায় ৫১ হাজার ৩২৮ জন বেড়েছে।
উল্লেখ্য, এবার পাশের হার ৮২.২০ শতাংশ। যা গত বছর ছিল ৭৭.৭৭ শতাংশ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।
আজকের বাজার/এমএইচ