স্থানীয় কর্মকর্তাদের মতে, ঘূর্ণিঝড় বেলনা উত্তর মাদাগাস্কারে এসে আঘাত করেছে, মশুমের প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড় থেকে নয় জন মারা গেছে এবং তিনজন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার জাতীয় দুর্যগ পরিচালন অফিসের কর্নেল এলাক অলিভিয়ার আন্দরিয়কজা বলেছেন, বেলনা পশ্চিমের সোয়ালালায় উঠেছিল, যেখানে ১,৪০০ এরও বেশি বাসিন্দাকে গৃহহীন করা হয়েছে, তাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্লাবিত হয়েছে।
অন্ধ্রিয়কজা বলেছেন, বাস্তুচ্যুতরা প্রাথমিক বিদ্যালয়, মসজিদ এবং জেলা অফিসগুলিতে অস্থায়ী আশ্রয় পেয়েছে তবে তাদের খাদ্য দরকার।
তিনি বলেন, অনেক সরকারী প্রশাসনিক ভবন ও রাস্তাও ক্ষতিগ্রস্থ হয়েছে। জরুরী খাদ্য রেশন সমুদ্রপথে সোয়ালালায় পৌঁছে দেওয়া হবে।
মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে ক্ষতিগ্রস্তদের দেখতে সোলালায় যাবেন।
আজকের বাজার/লুৎফর রহমান