মাদাম তুসোয় শাহিদ কাপুরের মূর্তি

দীপিকা পাড়ুকোনের পর এবার মাদাম তুসোয় বসতে চলছে শাহিদ কাপুরের মূর্তি। ইনস্টাগ্রামে খবরটি জানিয়েছেন শাহিদ কাপুর নিজেই। তবে এ সম্পর্কে এর থেকে বেশি কিছু এখনো জানা যায়নি।

পদ্মাবত সুপারহিট হওয়ার পর শাহিদের বৃহস্পতি এখন তুঙ্গে। শিগগিরই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তার স্ত্রী মীরা রাজপুত। তার আগামী ছবি হল শ্রী নারায়ণ সিংহের বাত্তি গুল মিটার চালু, এতে শাহিদকে দেখা যাবে শ্রদ্ধা কাপুর ও ইয়ামি গৌতমের সঙ্গে।

২১ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।  জানা গেছে,  মুম্বাইয়ের ওরলিতে ৫৬ কোটি টাকা দিয়ে ফ্ল্যাটও কিনেছেন তিনি।

আজকের বাজার/ এসএম