দক্ষিণী ভারতের জনপ্রিয় ‘বাহুবলী’ ছবিতে কাটাপ্পার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা সত্যরাজ। রাজ পরিবারের জন্য যে কোনো সময়ে প্রাণ দিতে প্রস্তুত সেনাপতি কাটাপ্পা ছাড়া ‘বাহুবলী’কে কল্পনা করা যায় না।
টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, এতদিন কাটাপ্পাকে দেখেছেন সিনেপর্দায়। এ বার মাদাম তুসোর জাদুঘরে দেখা যাবে মোমের কাটাপ্পাকে। ‘বাহুবলী’ অভিনেতা প্রভাসের মোমের মূর্তি গত বছর বসেছে মাদাম তুসোর ব্যাংককের জাদুঘরে। এবার সম্ভবত লন্ডনের জাদুঘরে রাখা হবে কাটাপ্পার মোমের মূর্তি।
জানা গেছে, বাহুবলী ছবির দুটি পর্বই জনপ্রিয়তায় এতদিনের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। আর ছবির অবিচ্ছেদ্য চরিত্র কাটাপ্পা। বর্ষীয়ান অভিনেতা সত্যরাজের অভিনয় মন কাড়ে সবার। আর এবার তার স্বীকৃতিস্বরূপ তিনি পৌঁছে যাচ্ছেন মাদাম তুসোর মোমের মানুষের দেশে। সত্যরাজই প্রথম তামিল অভিনেতা যিনি মাদাম তুসোর জাদুঘরে জায়গা পেতে চলেছেন।
আজকেরবাজার/এস