মাদারীপুরের কালকিনিতে থানা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের টিম ভেজালজাত খাদ্যের ওপর অভিযান চালান।
ভ্রাম্যমান আদালত বুধবার (২৩মে) সন্ধ্যায় উপজেলার পাথুরিয়ার পাড় গ্রামের নিউ ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানার ৬ টন সেমাই ধ্বংস করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৮০হাজার টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত সরজমিনে, কারখানাটির বিরুদ্ধে মেয়াদোর্ত্তীণ সেমাইয়ের প্যাকেট, বিএসটিআইএর রেজি নং ১৬২০ এর অসংখ্য প্যাকেট,প্যাকেটের গায়ে মেয়াদ দেয়ার সিল,প্যাকেট আটকানোর হিটিং ম্যাশিন, কারখানার নোংরা পরিবেশ, নিম্নমানের সেমাই তৈরির পরিবেশ দেখতে পেয়েছে।
কারখানার মালিক মো. হালিম ঘরামী বলেন, ‘আমি এ সেমাই প্যাকেটজাত করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতাম, আর করবো না।’
আজকের কাগজ/লাবনী