নিহত ওই অটোরিকশা চালকের নাম সুলতান বেপারী (৪০)। তিনি উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার জহিরুল ব্যাপারীর ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন রাজৈর উপজেলার বাজিতপুরের জনি বেপারী (২২), শরিফুল বেপারী (২০) ও সাব্বির হাওলাদার (২১)।(ওই কিশোরের নাম প্রকাশ করা হল না।)
মাদারীপুর থানার ওসি কামরুল হাসান জানান, রাতে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে চারজন ছিনতাইকারী যাত্রী বেশে সুলতানের অটোরিকশায় ওঠে। পথে সুলতানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। পাশের ত্রিভাগদি বাজার থেকে আরেকটি অটোরিকশায় করে কয়েকজন যুবক ঘটকচর এলাকার দিকে যাচ্ছিল। এ সময় তাদের অটোর সঙ্গে ছিনতাই হওয়া অটোর ধাক্কা লাগে। এ সময় ছিনতাইকারীদের কাপড়ে রক্ত দেখে সন্দেহ হওয়ায় ওই যুবকরা প্রশ্ন করলে দুই ছিনতাইকারী সেখান থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে দুই জনকে ও ধাওয়া দিয়ে বাকি দুইজনকে আটক করে। পরে তাদের পিটুনি দিয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানান ওসি কামরুল।
ওসি কামরুল হাসান বলেন, এলাকাবাসীর পিটুনিতে আহত চারজনের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ/