মাদারীপুরের সদর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে।ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষের ২৫টি ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়।
সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ আকনের সঙ্গে একই ইউনিয়নের শাহেব আলি মাদবরের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে সোমবার রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় শতাধিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া কমপক্ষে ২৫টি বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান জানান, এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। দুই পক্ষের মামলা প্রক্রিয়াধীন।
আজকের বাজার/আরজেড