মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামে হাজু বিবি (৮৫) নামে এক বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যায়।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হাজু বিবি নিজ বাড়ীর রান্না ঘরে আগুন পোহাতে গিয়ে কাপড়ে আগুন লেগে গিয়ে অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাত দশটার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার। হাজু বিবি একই এলাকার মৃত ইনসান বেপারীর স্ত্রী।
এব্যাপারে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার খন্দকার মাইনুল হাসান জানান, সকালে বৃদ্ধাকে ভর্তি করানো হলে রাতে তিনি মারা যান। তার শরীরের অধিকাংশ স্থান পুড়ে গিয়েছিল।
আজকের বাজার/এমএইচ