মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকনকে পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়িপেটা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার(১২ জুলাই) সন্ধ্যায় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের কাছে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে আহত করে।
স্থানীয়রা জানান, কালিকাপুর এলাকায় একটি জানাজায় অংশ নিয়ে ফিরছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকন।
কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকন এলে দুর্বৃত্তরা তার পথরোধ করে হাতুড়িপেটা করে। পরে তার চিৎকারে স্থানীয়রা মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতের ছেলে পিয়াস আকন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সাবেক চেয়ারম্যান আহসান মাতুব্বার ও তার লোকজন হামলা চালিয়ে আমার বাবাকে আহত করেছে।
মাদারীপুর সদর থানার এসআই প্রদীন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্তি পুলিশ মোতায়ন করা হয়েছে।
এসএম/