মাদারীপুরে ঘরে ঢুকে পৌর মেয়রকে হত্যাচেষ্টা

মাদারীপুরের কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শনিবার (১৪ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

মেয়রের স্বজনরা জানান, রাত আনুমানিক ২টার সময় মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে করে ১২ জন গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে। তারা শোবার ঘরের জানালা ভেঙ্গে রাম দা দিয়ে ঘুমন্ত মেয়রের মাথায় আঘাত করে। প্রাণে বাঁচতে মেয়র তার বিছানায় থাকা শটগান দিয়ে গুলি ছোঁড়েন। এরপর কয়েকটি গুলি করে আর বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এনায়েত হোসেন বলেন, আমাকে মেরে ফেলতেই এই হামলা চালানো হয়েছে।

কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, হামলাকারীদের ধরতে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএম/