মাদারীপুর জেলার শিবচরে বুধবার সন্ধায় কালবৈশাখী ঝড়ে একটি টিনসেড মার্কেট বিধ্বস্ত হয়ে এক জন নিহত হয়েছেন।
নিহতের নাম মজিদ ফকির (৭০)। তিনি ঝড়ের কবল থেকে বাঁচতে ওই মার্কেটের একটি দোকানে আশ্রয় নিয়েছিলেন।
জানা যায়, শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বেইলিব্রীজ এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আনু মোড়লের একটি টিনসেড মার্কেট ঝড়ের কবলে পড়ে টিনসেড উপড়ে যায়। এতে দোকানগুলোর বেশ কয়েকটি পিলার ভেঙ্গে পড়ে। ঝড়ের কবল থেকে বাঁচতে মজিদ ফকির ওই মার্কেটের ফার্নিচারের দোকানে আশ্রয় নিতে গেলে পিলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঝড়ে ঐ মার্কেটের ৭ টি ফার্নিচার ও ২ টি সিমেন্টের দোকানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজকের বাজার/একেএ/