মাদারীপুরে দারোগার ছেলের মরদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক দারোগার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ মে) ভোরে উপজেলার এনায়েতনগর এলাকার বোর্ডস্কুল সংলগ্ন একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম ফয়সাল মাহমুদ রনি (৪০)। তিনি পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মতিউর রহমান মতি হাওলাদারের ছেলে।

পুলিশ জানান, তাকে পিটিয়ে এবং মুখ থেতলে হত্যা করা হয়েছে। এ বিষয় কালকিনি থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

নিহতের ভাই শামীম বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের সঠিক বিচার চাই।

কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি। তবে মাদক সেবনের বিষয় নিয়ে তাকে রাতের আধারে হত্যা করা হয়েছে বলে প্রাথমকিভাবে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

আজকের বাজার/একেএ