মাদারীপুরে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে।
রোববার (২২ জুলাই) বিকেলে শহরের মেলবোর্ন প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা, সকল রাজবন্দির মুক্তির দাবিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশি বাঁধায় তা পণ্ড হয়ে যায়। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় দলীয় নেতাকর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহাদাৎ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর হোসেন, পৌর বিএনপির সভাপতি সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জেল হোসেন খান প্রমুখ।
আজকের বাজার/আরআইএস