মাদারীপুরে প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

মাদারীপুরে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ও উত্তরপত্র ফাঁসকারী চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। অাটক ওই সদস্যের নাম সাকিল খান (১৮)। সে ওই এলাকার হাকিম খানের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে জেলার কালকিনি উপজেলার চরদৌলত খান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাকিল মেসেঞ্জারে ও হোয়াটসঅ্যাপে একাধিক গ্রুপ খুলে ভূয়া প্রশ্নপত্র দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত বলে নিশ্চিত হয়েছে র‌্যাব।

র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মো. হাসান আলী বলেন, সাকিলের মোবাইল থেকে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ও উত্তরপত্র ইন্টারনেট ব্যাবহার করে বিভিন্ন পরীক্ষার্থীর কাছে টাকার বিনিময় বিক্রি করছে বলে নিশ্চিত হয়। তার মোবাইলে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ও উত্তরপত্র পায় র‌্যাব। এসময় ০১টি মোবাইল ফোন এবং ০২টি সীমকার্ড জব্দ করা হয়।

আটক সাকিলকে কালকিনি থানয়া হস্তান্তর ও একটি মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব কমান্ডার জানিয়েছেন।

আরএম/