মাদারীপুরের কালকিনি উপজেলায় বজ্রপাতে নিহত ব্যবসায়ী বেলায়েত হোসেনের পরিবারের মাঝে নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
রোববার (৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে এ অর্থ প্রদান করা হয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মো. আহাদী হোসেন নিহতের পঙ্গু স্ত্রী শিল্পি বেগমের হাতে এ অর্থ প্রদান করেন।
এসময় উস্থিত ছিলেন উপজেলা ইউপি চেয়ারম্যান চানমিয়া শিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল মালাকার, মহিলা আ’ওয়ামী নেত্রী সৈয়দা লুবনা, ইউপি সদস্য বাদল বিশ্বাস ও মোঃ রেজাউল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, নিহত গাছ ব্যবসায়ী বেলায়েত হোসেন গত ১১মে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে নিহত হন। তিনি পূর্বএনায়েতনগর এলাকার মহরোদ্দিরচর গ্রামের ছবোর হাওলাদের ছেলে।
আজকের বাজার/একেএ