মাদারীপুর সদর উপজেলা শহরের হরিকুমারিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সোহেল খলিফা (২৫)। নিহত শ্রমিক সদর উপজেলার ঘটকচর এলাকার হায়দার খলিফার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হরিকুমারিয়া এলাকার কুদ্দুস মোড়লের বাড়িতে সোহেল টাইলসের কাজ করতে আসেন। এ সময় টাইলস কাটার মেশিনের তার বৈদ্যুতিক ছকেটের মধ্যে দিলে বিদ্যুতায়িত হয়ে পড়েন সোহেল।
তাৎক্ষণিক অন্য শ্রমিকরা সোহেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল হাসান জানান, একটি বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মারা গেছেন এক শ্রমিক।
মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ