জেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় আজ ভোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুইজন নিহত হয়।
নিহতরা হলেন- কামাল (৩৮) ও ফিরোজ (৩২)।
কালকিনি থানার ওসি এমদাদুল হক জানান, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পান্তাপাড়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।
সুত্র: বাসস