মাদারীপুরে ৩০ নারীকে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ

মাদারীপুরের কালকিনির বিভিন্ন এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন অসহায় নারীর মাঝে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, কালকিনি প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জাফরুল হাসান ও সাংবাদিক মোঃ হারুন অর রশিদ প্রমুখ।

আজকের বাজার/একেএ