এই মুহূর্তে মাদ্রাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার ৩০ ডিসেম্বর সকালে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশনের বিভাগীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, হাইস্কুল সরকারি হলে মাদ্রাসাকেও সরকারি করার দাবি উঠবে।কিন্তু সরকার কোনো হাইস্কুল জাতীয়করণ করছে না। তবে প্রতিটি উপজেলায় একটি করে সরকারি হাইস্কুল করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই। তবে তাদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা যেতে পারে। এ জন্য বেসরকারি শিক্ষকদের ধৈর্য্য ধারণ করতে হবে।
শিল্পমন্ত্রী বলেন, আগে বিদেশি সাহায্য নির্ভর জাতীয় বাজেট হতো। এখন সরকার নিজস্ব আয়ে জাতীয় বাজেট প্রণয়ন করছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে। পায়রা সমুদ্রবন্দর হচ্ছে। পদ্মা সেতু আর পায়রা সমুদ্রবন্দর নির্মাণ সম্পন্ন হলে দক্ষিণাঞ্চল দক্ষিণ এশিয়ার সেরা বাণিজ্য কেন্দ্রে পরিণত হবে।
আজকের বাজার : এলকে/ ৩০ ডিসেম্বর ২০১৭