মাদ্রাসা শিক্ষা জাতীয়করণসহ বেশ কয়েকটি দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন নামের একটি সংগঠন।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনে উপস্থিত প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী।
এ সময় শিক্ষামন্ত্রী স্মারকলিপিটি গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছানোর ঘোষণা দেন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের দাবিগুলোর মধ্যে রয়েছে, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ। শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা। শিক্ষার্থীর সংকট দূর করার জন্য সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে প্রাইমারি স্কুলের মতো জাতীয়করণের আওতাভুক্ত করা, উপবৃত্তি প্রদান ও টিফিনের ব্যবস্থা করা এবং নতুন ইবতেদায়ি মাদ্রাসার পথ খুলে দেওয়া।
সংগঠনটির আরও দাবির মধ্যে রয়েছে, শিক্ষক সংকট দূর করার জন্য বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কর্তৃক পেশকৃত জনবল কাঠামো অনুমোদন এবং মাদ্রাসার সহকারী মৌলভীদের বেতন বৈষম্য দূরীকরণসহ সমস্যাসমূহের সমাধান করা।
আজকের বাজার: সালি / ২৭ জানুয়ারি ২০১৮