২০১৯ সালের মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে বাড়তি টাকা নিলেই ওই সব স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিক ওই সব স্কুলে অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগে থেকেই সতর্ক থাকতে সব মহলকে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো স্কুলে বাড়তি অর্থ নিলে দুদকের হটলাইনে (১০৬) অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বুধবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বোর্ডের নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায় করছে। কোনো কোনো ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় (টেস্ট পরীক্ষা) ফেল করা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকার বিনিময়ে তাদের পরীক্ষা দেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত অভিযোগ আসছে বলে দুদক সূত্রে জানা গেছে।
এসব অভিযোগ আসার পর দেশের বিভিন্ন স্কুলে অভিযান চালানো হয়েছে এবং দুদক ব্যবস্থা নিচ্ছে বলেও জানানো হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর ফরম পূরণে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর হাজারীবাগ এলাকার সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালায় দুদক।
এ সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে দুদকের হটলাইনে অভিযোগ আসতে থাকে।