যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত রাজাকার মাহিদুর রহমান (৮৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২০ মে) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন জানান, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত মাহিদুর রহমান গত ২৮ এপ্রিল থেকে হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণ, হত্যা ও নির্যাতনের তিনটি দায়ে ২০১৫ সালের ২০ মে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার সঙ্গে আফসার হোসেন টুটুকেও আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন আদালত।
মুক্তিযুদ্ধের সময় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর স্কুল মাঠ ও আশপাশের এলাকায় গণহত্যার ঘটনায় ২০১৩ সালে মাহিদুর রহমান ও আফসার হোসেন টুটুসহ ১২ জনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জের আদালতে মামলা দায়ের করেন শহীদ পরিবারের সদস্য শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের বদিউর রহমান বুদ্ধু। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
প্রসিকিউশনের তদন্ত দল এ দুই রাজাকার সদস্যের যুদ্ধাপরাধের তদন্ত শুরু করে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি। তদন্ত শেষে সাত খণ্ডে ৯৫৬ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেন তদন্ত কর্মকর্তা। ওই বছরই আফসার ও মাহিদুরকে পৃথকভাবে গ্রেপ্তার করে পুলিশ।
আরজেড/