মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালতে নিয়মতি হাজির হওয়ার শর্তে নড়াইলের মো. বদরুদ্দোজার জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। এই মামালায় মোট আসামি ১২ জন।
বুধবার (১২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের অপর দুই বিচারপতিরা হলেন- বিচারপতি মো. আমীর হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। অন্যদিকে, আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।
প্রসিকিউটর সাহিদুর রহমান বলেন, আসামি অন্যের সহযোগিতা ছাড়া চলাচল করতে পারেন না, তাই তাকে জামিন দেওয়া হয়েছে। দুর্ঘটনায় তার পা ভেঙে গেছে। জামিনের শর্ত পালন না করা হলে তার জামিন বাতিল করা হবে।
একইসঙ্গে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ১৫ অক্টোবর পরবর্তী দিন ঠিক করেছেন আদালত।
আজকের বাজার/এমএইচ