এপ্রিল ১৮, ২০১৭:আজকের বাজার রিপোর্টঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের দুজনের মামলার রায় বুধবার।
মঙ্গলবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের এই দিন নির্ধারণ করেন।
এই মামলার দুই আসামী মো. মোসলেম প্রধান (৬৬) ও সৈয়দ মোহাম্মদ হোসেন (৫৪)। মোসলেম প্রধান গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও, মোহাম্মদ হোসেন পলাতক রয়েছেন।
এর আগে গত ৭ই মার্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন ট্রাইব্যুনাল।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর তুরিন আফরোজ এবং আসামীপক্ষে আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।
আদালত মামলাটি সিএভি রাখার পর প্রসিকিউটর তুরিন আফরোজ বলেছিলেন, ‘আসামিদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ রয়েছে। এর মধ্যে মোসলেম প্রধানের বিরুদ্ধে ও সৈয়দ হোসেনকে ছয়টি অভিযোগেই অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় ধর্ষণ ও ধর্মান্তকরণকে গণহত্যার সমতুল্য হিসেবে ঘোষণার জন্য ট্রাইব্যুনালের কাছে আর্জি জানানো হয়। সে জন্য আন্তর্জাতিকভাবে সংঘটিত বিভিন্ন বিচারের নজির তুলে ধরা হয়। অভিযোগ প্রমাণিত হলে, আসামীদের মৃত্যুদণ্ডই হবে একমাত্র শাস্তি সেকথাও আদালতে বলা হয়েছে।’
অপরদিকে আসামীপক্ষের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, ‘মোসলেম প্রধান একজন কৃষক এবং সৈয়দ মোহাম্মদ হোসেন পুলিশে কর্মরত ছিলেন। এই দুজন রাজাকার ছিলেন না। তাদের দোষী সাব্যস্ত করা হলে, ইতিহাস বিকৃতির আশঙ্কা রয়েছে। আমরা প্রমাণ করতে পেরেছি, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। এ জন্য আমরা আদালতে তাদের খালাস চেয়েছি।’
এই দুজনের বিরুদ্ধে ২০১৬ সালের ৯ই মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এক বছরের কম সময়ের মধ্যেই এই বিচার শেষে মামলাটি রায়ের অপেক্ষায় রাখেন আদালত।
২০১৪ সালের ১৩ই নভেম্বর থেকে গত বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস ২৫ দিন তাদের অপরাধের তদন্ত কাজ শেষ করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হরি দেবনাথ। তদন্তে মূল একশ ৬১ পৃষ্ঠার সঙ্গে সর্বমোট চার শ’ ৩৯ পৃষ্ঠার নথিপত্র। প্রতিবেদনে ৬০জন সাক্ষীর জবানবন্দি, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচি এবং ঘটনাস্থলের স্থিরচিত্র দাখিল করা হয় প্রসিকিউশনে।
তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে মোট ঘটনা ৬টি। এর মধ্যে ৬২টি হত্যা, অপহরণ ও আটক ১১ জনকে এবং লুটপাট ও অগ্নিসংযোগ ২৫০টি বাড়ি ঘরে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়।
আজকের বাজারঃএলকে/এলকে/১৮-০৪-২০১৭