মানবতাবিরোধী অপরাধ : যশোরের সিদ্দিকসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের মনিরামপুর থানার সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিকসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ আসামীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পূর্ণাঙ্গ করেছেন।

তদন্ত সংস্থা জানায়, এ আসামিদের বিরুদ্ধে ১১টি হত্যা ও ৬টি ধর্ষণসহ সুনির্দিষ্ট ৬টি অভিযোগ আনা হয়েছে। ২০১৬ সালের আগস্ট থেকে আজ ১০ এপ্রিল পর্যন্ত এ তদন্ত করা হয়। তাদের বিরুদ্ধে ৬ খন্ডের মোট ২২৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান এ কথা জানান।

এটি মানবতাবিরোধী অপরাধের মামলায় ৬২ তম প্রতিবেদন।

আরএম/