কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দলের পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি থেকে শতাধিক নেতাকর্মীকে আটক করেছে রমনা থানা পুলিশ।
সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার পর মাবনবন্ধন শেষে রাজধানীর শিল্পকলা মোড় ও বিজয়নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে রমনা জোনের এসি এহসান ফেরদৌস সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ