একটি মানবিক ও বন্ধুভাবাপন্ন সমাজ মানুষকে হতাশা ও নেতিবাচক আচরণ থেকে মূক্তি দিতে পারে বলে মনে করেন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশনের (বিটিএফ) নেতারা।
সোমবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ‘ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ)’ আয়োজিত সচেতনতা রান এর ‘রান ফর লাইফ’ আলোচনায় বক্তারা একথা বলেন।
বিটিএফ ও ‘দ্য গ্রেট বাংলাদেশ রান (টিজিবিআর)’ যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সচেতনতা রান আয়োজন করে।
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি পালিত হয়।
দিবসটির সচেতনতামূলক আলোচনায় বক্তারা আত্মহত্যা প্রতিরোধে সুস্থ সমাজ ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করেন।
দিবসটি উপলক্ষে ওইদিন সকাল ৬ টায় রাজধানীর অপরাজেয় বাংলা প্রাঙ্গন থেকে জীবন বাঁচাতে দৌড় (Run for Life) শীর্ষক একটি রান করা হয়। পরে অপরাজেয় বাংলার সামনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ