অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের দক্ষিণবিচ এলাকা থেকে মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যসহ ১৭ রোহিঙ্গাকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড।
এছাড়া কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া জেটিঘাট থেকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৬২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ২১ জন পুরুষ, ২৮ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। শুক্রবার- রাত দেড়টার দিকে পুলিশ এ উদ্ধার অভিযান চালায়।
পেকুয়া থানার ওসি মো. জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দালালের সহায়তায় একদল রোহিঙ্গা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছে- এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ৬২ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালরা স্পিডবোট নিয়ে সাগরের দিকে পালিয়ে যায়। উদ্ধার করা রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য এসেছে। তাদের ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
আজকের বাজার/এমএইচ