বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, মানব পাচার রোধে বাংলাদেশের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র।
তিন দিনব্যাপী সিলেটে আমেরিকান কোম্পানি শেভরন কর্পোরেশনের বিবিয়ানা গ্যাস প্ল্যান্ট এবং অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন শেষে বুধবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে রবার্ট মিলার এমন বক্তব্য দিয়ে বলেন, পাচার থেকে বেঁচে যাওয়া মানুষের বিভিন্ন সহায়তা পাওয়ার সুযোগ বাড়ানো যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি বলেন, পাচারকারীরা যে মুনাফার লোভে অসহায় লোকদের শোষণ করে যাচ্ছে, তার সুযোগ বানচাল করে দিতে করণীয় বিষয়গুলো নিয়ে তিনি সিলেট বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। এর মধ্যে ফৌজদারি আদালতে পাচারকারীদের বিচারসহ বিভিন্ন বিষয় সমূহ উঠে এসেছে বলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানিয়েছেন।
সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করে রবার্ট মিলার বলেন, বাংলাদেশের এই অঞ্চলটিতে দেখা ও করার অনেক কিছু রয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান