মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ‘মা’ সমাবেশ

জেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সামাজিক সচেতনতা জোরদারের লক্ষে ‘মা’ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে গতকাল সামাজিক সচেতনতা জোরদারের লক্ষে মা সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মনীষ চাকমা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক মীর্জা মো. হাসান খসরু ও গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষা প্রসারের সমস্যা, সম্ভাবনা ও অন্যান্য বিষয় তুলে ধরেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে প্রতিমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দেন। (বাসস)