সবকিছু চলছিল ঠিকঠাক মতোই। শ্রীলংকার বিপক্ষে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দিব্যি খেলেছিলেন অস্ট্রেলিয়া গ্লেন ম্যাক্সওয়েল। আজ হুট করেই জানা গেলো, ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন তিনি! অস্ট্রেলিয়া দলে মনচিকিৎসক মিচেল লয়েড জানিয়েছেন, মানসিক অবসাদে ভুগতে থাকা ম্যাক্সওয়েল অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন।
সাইকোলজিস্ট মিচেল লয়েড জানিয়েছেন ম্যাক্সওয়েলের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কারণ, ‘ম্যাক্সওয়েল কিছু মানসিক সমস্যা বোধ করছে। এজন্যই সে খেলা থেকে কিছুটা সময় দূরে থাকতে চায়। সে নিজে থেকেই এসব সমস্যা খুঁজে বের করে আমাদের জানিয়েছে।’
অস্ট্রেলিয়ার জাতীয় দলের জেনারেল ম্যানেজার বেন অলিভার বলছেন, ম্যাক্সওয়েলের এমন সিদ্ধান্তে তাদের পূর্ণ সমর্থন আছে বোর্ডের, ‘ক্রিকেটারদের স্বাস্থ্যের ব্যাপারটাই আমাদের কাছে সবার আগে। ম্যাক্সওয়েল আমাদের পূর্ণ সমর্থন পাবে। সে যেন সুস্থ হয়ে আবার খেলায় ফিরতে পারে সেই ব্যাপারে আমরা তাকে সাহায্য করব। আমরা চাই সবাই ম্যাক্সওয়েল ও তার পরিবারকে একটু একা থাকতে দিক। সে অস্ট্রেলিয়ার জন্য বিশেষ একজন ক্রিকেটার। এই গ্রীষ্মেই সে দলে ফিরবে, এমনটাই আশা করছি।’
শ্রীলংকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির জন্য ম্যাক্সওয়েলের পরিবর্তে ডাক পেয়েছেন ডিআর্কি শর্ট। মানসিক অবসাদের ব্যাপারে সংবাদমাধ্যমকে এখনো নিজে কিছু জানাননি ম্যাক্সওয়েল।