কুমিল্লার নাঙ্গলকোটে জামান মানসিক হাসপাতাল থেকে নজরুল ইসলাম (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা গ্রামে। তার বাবার নাম নুরুল ইসলাম।
মঙ্গলবার (৮ মে) বিকেল ৫ টায় হাসপাতালের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাসপাতালের পরিচালক মো. মনিরুজ্জামান খাঁন জানান, মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিগত ২০-২২দিন পূর্বে তার পরিবার নজরুলকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সে এর আগেও কয়েকবার বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছিল। সবার অজান্তে মঙ্গলবার বিকালে সে হাসপাতালের একটি রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, এ বিষয়ে আমরা কিছু জানিনা। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আজকের বাজার/আরঅাইএস