কুমিল্লার নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিএনপির চেয়ারপারসনের জামিনে স্থগিতাদেশ দিয়ে মামলাটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, ওই দুই মামলায় জামিন স্থগিতের পৃথক দুটি আবেদনের শুনানি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বৃহস্পতিবার হবে।
আদালতে আজ খালেদা জিয়ার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন কায়সার কামাল, অ্যাডভোকেট মো. মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল একেএম আমিন উদ্দিন ও ফরহাদ হোসেন।
এর আগে বেলা ২টার দিকে খালেদার পক্ষে প্রায় এক ঘণ্টা শুনানি করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। পরে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল এর শুনানি শেষ করার পর আগামী বৃহস্পতিবার এই বিষয়ে আদেশ দেবেন বলে ঠিক করেন আদালত।
গত ২২ মে সকালে ওই দুই মামলায় জামিন চেয়ে আদালতে অনুমতি চান খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সেই আবেদন দুটি আজ মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেন । ধার্য দিনে খালেদার পক্ষে শুনানি শেষ করার পর আদেশ এবং রাষ্ট্রপক্ষের শুনানির জন্য পরর্বতী দিন ঠিকত করেন আদালত।
আজকের বাজার/ এমএইচ