মানিকগঞ্জের সড়ক দুর্ঘটনায় টিপু সুলতান (৩৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার, ১৭ এপ্রিল সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মুশুরিয়া নামক এলাকায় যাত্রীবাহী একটি বাস টিপুকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত টিপু সুলতান পিরোজপুর জেলার বাসিন্দা। তিনি নতুন কর্মস্থলে যোগদানের জন্য মোটরসাইকেলে করে গোপালগঞ্জ যাচ্ছিলেন।
ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, সকালে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা টিপু সুলতানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হয়। এরপর তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় বাসের চালক ও বাসটিকে আটক করা হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।
আরএম/