মানিকগঞ্জে আরও একজন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৬

মানিকগঞ্জে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

নতুন আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের গোপালপুর ভাদুটিয়া এলাকায়। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

মিতরা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, নতুন আক্রান্ত রোগীর স্থায়ী বাড়ি সদর উপজেলার গড়পাড়া গ্রামে। সে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিল।

এদিকে ওই ব্যক্তির করোনা শনাক্ত হওয়ার পর ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা চিকিৎসকের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ২ হাজার ১৪৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।