জেলার শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জনা গেছে, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ওই বাজারের ইব্রাহিম মিয়ার মুদি দোকানের টিনের বেড়া কেটে ঘরে ঢোকার সময় ওই ব্যক্তি পাহাড়াদারের হাতে ধরা পড়ে। এসময় গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় ও বিস্তারিত জানা যায়নি। তদন্তের পর তা জানা যাবে।