মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বৃহস্পতিবার সকালে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের পর একটি প্রাইভেটকারে আগুন লেগে দুজন দগ্ধ হয়েছেন। এসময় ট্রাকের চালক গুরুতর আহত হন।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেট কারটি তিনজন যাত্রী নিয়ে গাজীপুর থেকে গোপালগঞ্জে যাচ্ছিল। পথে শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের পর প্রাইভেট কারে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় প্রাইভেটকার ও ট্রাকের চালকসহ তিনজন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান