ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপালবাগ এলাকায় এক যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত লিটন প্রামানিক (৩৫) উপজেলার গোপীনাথপুর গ্রামের আফসার প্রামানিকের ছেলে। তিনি গাজীপুর জেলার একটি পোশাক কারখানায় তার কর্মস্থলে যাচ্ছিলেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ঝিটকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে বিপরীতগামী গাছবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে লিটন ঘটনাস্থলেই মারা যান এবং অপর চার যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে স্থানীয় মুন্নু জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও অপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হলেও তার চালক পালিয়েছে বলেও জানিয়েছেন ওসি মোহাম্মদ মোশারফ হোসেন। সূত্র -ইউএনবি।
আজকের বাজার/এ.এ