মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের জগন্নাথদিয়া গ্রামে ইছামতি নদীতে গোসল করতে নেমে ১ সবজি ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
রোববার (২৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আল মামুন ওই গ্রামের কালু বেপারীর ছেলে। তিনি স্থানীয় বাড়াদিয়া বাজারে সবজির দোকান করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সৈকত আলী জানান, ইছামতি নদীতে সকালে আল মামুন গোসল করতে যান। কিন্তু তিনি ডুব দিয়েই আর পানি থেকে ওঠেননি। এসময় নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন কিশোর এ দৃশ্য দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা।
ইউপি সদস্য আরও জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস বিভাগের ডুবুরি দল উদ্ধারে কাজ করছে। বিষয়টি থানা পুলিশকেও জানানো হয়েছে।
আজকের বাজার/একেএ