মানিকগঞ্জের সাঁটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের জালসুকা গ্রামে নিখোঁজের তিনদিন পর জুবায়ের হোসেন (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি লেবু বাগান থেকে লাশটি উদ্ধার করে র্যাব-৪ ও সাটুরিয়া থানা পুলিশের একটি দল।
নিহত জুবায়ের জালসূকা গ্রামের শামসুল হকের ছেলে। সে স্থানীয় জালসূকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
সাঁটুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে জালসূকা গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ওই শিশু। মুক্তিপণের উদ্দেশ্যে কে বা কারা বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় জুবায়েরকে। পরে শুক্রবার জুবায়েরের পরিবারের মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
বিষয়টি থানা পুলিশকে জানিয়ে জুবায়েরের মা টাকা নিয়ে সাভার এলাকায় ওভারব্রিজের নিচে দীর্ঘ সময় অপেক্ষা করেন। কিন্তু অপহরণকারীরা আর যোগাযোগ না করায় তিনি টাকা নিয়ে ফেরত আসেন। পরে রবিবার সকালে জুবায়েরের লাশের খবর পাওয়া যায়।
শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনায় একই গ্রামের মহিদুর ইসলাম নাকে এক লেবুবাগানের শ্রমিককে জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ