মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষ, চালকসহ নিহত ২

প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয়ে বাস ও পিকআপের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৭ জুন) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক লিটন হোসেন (২৫) শিবালয় উপজেলার অন্বয়পুর গ্রামের ওমর হোসেনের ছেলে। তবে পিকআপের নিহত আরেক যাত্রীর পরিচয় মেলেনি।

বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকামুখী মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপীরতমুখী একটি বাসের মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে পড়ে যায়।

আবেদনের প্রেক্ষিতে নিহত লিটন হোসেনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই মধ্যরাতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। নিহত অপর ব্যক্তির মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ দুটি আটক করেছে পুলিশ।

আরএম/