মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ১জনের মৃত্যু

মানিকগঞ্জের ঘিওরে কলতা অভয়াচরণ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ঝাড়ুদারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের ঘিওরে কলতা অভয়াচরণ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক নালী ইউনিয়নের কলতা  গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ওই বিদ্যালয়ে ঝাড়ুদারের চাকরি করতেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক জানান, বিদ্যালয়ের নব নির্মিত ৩তলা ভবনের সিঁড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। প্রায় ৩০ বছর ধরে তিনি এই বিদ্যালয়ে চাকরি করে আসছেন।

পারিবারিক জীবনে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানের জনক। দুর্ঘটনার পরই বিষয়টি ঘিওর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এসএম/