মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় বেশি দামে চাল বিক্রির অভিযোগে বৃহস্পতিবার তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
উপজেলার ঝিটকা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন হরিরামপুর থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স , স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মিজানুর রহমান।
এ বিষয়ে ইউএনও সাবিনা ইয়াসমিন বলেন, চালের দাম বৃদ্ধির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে চাল বিক্রি করার অপরাধে এই জরিমানা আরোপ করা হয়। সূত্র – ইউএনবি
আজকের বাজার / এ.এ