মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১২

মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুলাই) ভোর ৬টা থেকে বুধবার (৪ জুলাই) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার হামিদুর রহমান  জানান,  গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৫ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয় এবং ৭ জনের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২২৫ গ্রাম গাঁজা, ২ লিটার দেশি মদ এবং ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরজেড/