মানিকগঞ্জে শিশু সন্তানসহ মা খুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় শিশু সন্তানসহ মা খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভিন বেগম(২৬)ও ছেলে নূর মোহাম্মদ(৬)। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মতিয়ার রহমান জানান, বুধবার রাতের কোনো এক সময়ে পারভিন ও নূর মোহাম্মদ খুন হয়। আজ সকালে স্থানীয়দের দেয়া খবরের ওপর ভিত্তি করে মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের দাগ রয়েছে জানিয়ে ওসি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আথনূর রহমান