মানিকগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের মানবাধিকার রিপোর্টিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে এই কর্মশালায় মানিকগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল কবির রুপম, মহাসচিব খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক সালিম সামাদ, কো-অর্ডিনেটর নাদিরা ফারজানা মানবাধিকার রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ দেন।
এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মশালা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম ফেরদৌস কর্মশালায় অংশগ্রহণকারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিককে সনদপত্র প্রদান করেন।
আজকের বাজার /ফজলুর রহমান