মানিকগঞ্জে সৌদিপ্রবাসী নজরুল ইসলামের স্ত্রী আয়েশা বেগমক (৩৫) ঘর থেক ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৬ মে) শিবালয় উপজেলায় ছোট বুতুনী গ্রামে এ ঘটনা ঘটে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ছোট বুতুনি গ্রামের পাশের বিলবারইল গ্রামের মনোর উদ্দিন বারণ বেপারীর ছেলে আজাদ (৪০) রাত ১টায় আয়েশাকে ঘর থেকে জোর করে বাইরে নিয়ে যায়। এ সময় ঘরের বাইরে থেকে শিকল লাগিয়ে দেওয়া হয়। এরপর তাঁকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থানে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, আয়েশাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
জানা গেছে, ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে আয়েশা বেগমের সঙ্গে শিবালয় উপজেলার ছোট বুতুনী গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে নজরুল ইসলামের ২২ বছর আগে বিয়ে হয়। আয়েশার স্বামী গত বছরের মে মাসে সাত লাখ টাকা ধার-দেনা করে সৌদি আরব যান। এর পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আয়েশার মনোমালিন্য চলছিল।
আরজেড/রাকিব