মানিকগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দু’জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দু`জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নিহতের স্ত্রী সেলিনা আক্তার এবং নজরুল। অপর আসামি দুলালকে বেকসুর খালাস দেন আদালত।

মঙ্গলবার, ২০ মার্চ সকালে ওই দুই আসামির অনুপস্থিতিতেই মৃত্যু-দণ্ডাদেশের রায় দেন জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালে নভেম্বরে হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের রিকশাচালক ইদ্রিস আলীকে (৩৫) হত্যা করা হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাহবুবুল আলম বাদী হয়ে নিহতের স্ত্রীসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশের পরিদর্শক মদন মোহন বনিক মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষের একেএম কায়সারকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত করেন।

আরএম/