মানিকগঞ্জের বেতিলা মিতরা এলাকায় ৮শ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকার সবুজবাগ থানার ওহাব কলোনীর ক্লাব গলি এলাকার মোঃ মনির হোসেনের ছেলে মোঃ কালাম (৩৫), ঢাকা সবুজবাগ থানার উত্তর মানিকনগর এলাকা হাসেম মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৪৫) এবং শরীয়তপুর জেলার নড়িয়া থানার চামটা এলাকার খলিল চৌকিদারের ছেলে মোঃ রুবেল চৌকিদার(৩৪)।
একই দিনে জেলার সাটুরিয়া উপজেলায় পুলিশের অভিযানে ৩শ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ আরও ৪ জনকে আটক করে সাটুরিয়া থানা পুলিশ। যার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা এবং নগদ ১২ হাজার টাকা মোট ১ লাখ ২ হাজার টাকা।
আটকৃতরা হলেন, সাটুরিয়া থানার মধ্য কামতা এলাকার জয়নাল আবেদীনের ছেলে হেলাল উদ্দীন( ২৭), হেলাল উদ্দীনের স্ত্রী স্বপ্না আক্তার(২০), জয়নাল আবেদিনের স্ত্রী রাহেলা খাতুন এবং সাটুরিয়া থানার বাহির কামতা এলাকার আঃ হালিমের ছেলে শরিফুল ইসলাম( ১৯)।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার রিফাত রহমান শামীম লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আজকের বাজার/একেএ